নাটোর, ২৪ সেপ্টেম্বর- আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ ফ্রি ওয়াইফাই হটস্পট স্থাপন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। দরিদ্র ও মেধাবী তরুণদের ইন্টারনেট ব্যবহার করে স্বাবলম্বী হওয়ার সুযোগ করে দিতেই এই ব্যবস্থা করা হবে জানান তিনি।
আজ বুধবার নাটোরের সিংড়া প্রেসক্লাবের কমপ্লেক্স ভবনের নির্মাণ কাজের উদ্বোধন শেষে আলোচনায় এ কথা জানান তিনি। তিনি আরও বলেন, "মানুষের পাঁচটি মৌলিক চাহিদার বাইরে যদি আর কোন চাহিদা থাকে, তাহলে সেটি হচ্ছে ইন্টারনেট।" এর কারণ হিসেবে তিনি বলেন, "ইন্টারনেট সুবিধা ভোগ করতে না পারলে মানুষ কোনমতেই তার পাঁচটি মৌলিক চাহিদার সুফল ভোগ করতে পারবে না।"
প্রতিমন্ত্রী আরো বলেন, "সাংবাদিকদের এমন সাংবাদিকতা করতে হবে যার মাধ্যমে দেশের সকল মানুষকে সংযুক্ত করতে হবে। নতুবা কোন উন্নয়ন সম্ভব নয়। সাংবাদিকরা অনেকটা বিনা পারিশ্রমিকে দেশের জনগনের স্বার্থে কাজ করে। তাই বর্তমান সরকার তৃণমুল পর্যায়ের সাংবাদিকদের ট্রেনিংয়ের আওতায় আনার ব্যবস্থা করছে। যাতে করে তারা ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিংয়ের মাধ্যমে উপার্জন করতে পারে।"
0 comments:
Post a Comment