Thursday, August 13, 2015

অ্যান্ড্রয়েড স্টোরেজ খালি করার পদ্ধতি


Android Storageফ্ল্যাগশিপ ডিভাইসগুলোতে সবই ভালো, কিন্তু কমন একটি ড্র-ব্যাক ব্যবহারকারীদের চোখে ইদানীং ধরা পরছে। ‘মাইক্রো এসডি কার্ড’ সুবিধা না থাকা। যদিও, বর্তমানে মাইক্রো এসডি কার্ড স্লট বিহীন স্মার্টফোনগুলোর বিল্ট-ইন স্টোরেজ শুরুই হয় ১৬ গিগাবাইট থেকে এবং ব্যবহার করা যায় ১১-১২ গিগাবাইটের মত স্পেস, তবুও ধীরে ধীরে আমাদের প্রতিদিনের ব্যবহারে নানা রকম ফাইল বা অ্যাপলিকেশনের ডাটা, ক্যাশ ইত্যাদি জমে ডিভাইসগুলোতে স্টোরেজের স্বল্পতা দেখা যায় একসময়। হয়তো সেই ‘একসময়টা’ অনেকের জন্য দ্রুত আসে, অনেকের জন্য পরে। মূলত এই প্রসেসটি নির্ভর করে ব্যবহার এবং স্টোরেজের উপর। যাই হোক, আজকে আমি খুব সহজ ভাবে ডিভাইসের স্টোরেজ ফ্রি আপ করার কিছু পদ্ধতি শেয়ার করছি আপনাদের সাথে, আশা করি আপনাদের কাজে আসবে। চলুন তাহলে, শুরু করা যাক।
অপ্রয়োজনীয় অ্যাপলিকেশনগুলো মুছে দিন
অ্যান্ড্রয়েড ডিভাইসের জনপ্রিয়তার পেছনে এর বিশাল অ্যাপ কালেকশন বেশ ভালোই কাজ করে থাকে। আর এই অ্যাপলিকেশনগুলোর মধ্যে প্রায় বেশিরভাগ অ্যাপলিকেশন ফ্রি থাকার কারণে অনেকেই একই ক্যাটাগরির অ্যাপলিকেশন একের অধিক ইন্সটল করে রেখে দিয়ে একটা সময় ভুলেই যান। যেমন আমি আমার অনেক বন্ধুর স্মার্টফোনেই দেখেছি তিন-চারটা লঞ্চার ইন্সটল করা! তাই, ডিভাইসের স্টোরেজ ফ্রি করতে প্রথমেই আপনার অপ্রয়োজনীয় অ্যাপলিকেশনগুলো আন-ইন্সটল করে দিন। যারা ইচ্ছেমত অ্যাপ ইন্সটল করে থাকেন আমি নিশ্চিত তাদের ডিভাইসে এই অপারেশন চালালে নিম্নে ৫০০ মেগাবাইট স্পেস মুক্ত করা যাবে।(collection)

0 comments:

Post a Comment