বিজ্ঞাপন ছাড়াই ৫৫ জন কর্মী নিয়ে চলছে WhatsApp
জনপ্রিয় মেসেজিং পরিষেবা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না এরকম স্মার্টফোন ইউজার এ দেশে খুঁজে পাওয়া ভার। সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক এই সংস্থা অধিগ্রহণের পর এখন কী অবস্থায় রয়েছে হোয়াটসঅ্যাপ- জেনে নিন এই প্রতিবেদনে-
- মার্কেটিং, পাবলিক রিলেশনের জন্য এক পয়সাও খরচ করে না হোয়াটসঅ্যাপ।
- বর্তমানে হোয়াটসঅ্যাপে কাজ করেন মাত্র ৫৫ জন কর্মী।
- ২০০৯ সালে এই সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন প্রাক্তন ইয়াহুর দুই কর্মী, ব্রায়ান অ্যাকশন ও জন কউম।
- প্রতি কর্মী পিছু গ্রাহকদের চাপ সামলানোর দায়িত্বে সবথেকে এগিয়ে এই সংস্থা। এক এক কর্মীকে সামলাতে হয় ৯ মিলিয়ন অ্যাক্টিভ ইউজারের চাপ।
- প্রতিদিন হোয়াটসঅ্যাপে ১৯ বিলিয়ন মেসেজ পাঠানো হয়। হোয়াটসঅ্যাপে রিসিভ করা হয় ৩৪ বিলিয়ন মেসেজ।
- ৬০০ মিলিয়ন ছবি প্রতিদিন হোয়াটসঅ্যাপে পাঠানো হয়। ভিডিও চালাচালি হয় ১০০ মিলিয়ন।
- অ্যান্ড্রয়েডে মার্কেট থেকে ডাউনলোডেড অ্যাপসের মধ্যে পাঁচ নম্বরে রয়েছে হোয়াটসঅ্যাপ।
- ১৯ বিলিয়ন ডলার দিয়ে এই জনপ্রিয় মেসেজিং পরিষেবা কিনে নেয় ফেসবুক। কারণ, একসময় ফেসবুকের মেসেঞ্জার অ্যাপের সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছিল হোয়াটসঅ্যাও। চার বিলিয়ন ডলার নগদ, ১২ বিলিয়ন স্টক মার্কেটে ও ৩ বিলিয়ন ডলার রেস্ট্রিকটেড স্টকে বিনোয়োগ করা হয়।
- হোয়াটসঅ্যাপের সহ প্রতিষ্ঠাতা ব্রায়ান চাকরির জন্য আবেদন করেছিলেন ফেসবুক ও ট্যুইটারে-কিন্তু দুই সংস্থাই তাঁকে ফিরিয়ে দেয়।
- সংস্থার দাবি, প্রতিদিন তাদের গ্রাহক সংখ্যা বাড়ছে ১ মিলিয়ন করে।
- সবথেকে বড় কথা হল, তাদের ৭০ শতাংশ ইউজারই প্রতিদিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন।
0 comments:
Post a Comment