Friday, August 7, 2015

বিজ্ঞাপন ছাড়াই ৫৫ জন কর্মী নিয়ে চলছে WhatsApp

বিজ্ঞাপন ছাড়াই ৫৫ জন কর্মী নিয়ে চলছে WhatsApp

 জনপ্রিয় মেসেজিং পরিষেবা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না এরকম স্মার্টফোন ইউজার এ দেশে খুঁজে পাওয়া ভার। সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক এই সংস্থা অধিগ্রহণের পর এখন কী অবস্থায় রয়েছে হোয়াটসঅ্যাপ- জেনে নিন এই প্রতিবেদনে-
  1. মার্কেটিং, পাবলিক রিলেশনের জন্য এক পয়সাও খরচ করে না হোয়াটসঅ্যাপ।
  2. বর্তমানে হোয়াটসঅ্যাপে কাজ করেন মাত্র ৫৫ জন কর্মী।
  3. ২০০৯ সালে এই সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন প্রাক্তন ইয়াহুর দুই কর্মী, ব্রায়ান অ্যাকশন ও জন কউম।
  4. প্রতি কর্মী পিছু গ্রাহকদের চাপ সামলানোর দায়িত্বে সবথেকে এগিয়ে এই সংস্থা। এক এক কর্মীকে সামলাতে হয় ৯ মিলিয়ন অ্যাক্টিভ ইউজারের চাপ।
  5. প্রতিদিন হোয়াটসঅ্যাপে ১৯ বিলিয়ন মেসেজ পাঠানো হয়। হোয়াটসঅ্যাপে রিসিভ করা হয় ৩৪ বিলিয়ন মেসেজ।
  6. ৬০০ মিলিয়ন ছবি প্রতিদিন হোয়াটসঅ্যাপে পাঠানো হয়। ভিডিও চালাচালি হয় ১০০ মিলিয়ন।whatsApp-file-3
  7. অ্যান্ড্রয়েডে মার্কেট থেকে ডাউনলোডেড অ্যাপসের মধ্যে পাঁচ নম্বরে রয়েছে হোয়াটসঅ্যাপ।
  8. ১৯ বিলিয়ন ডলার দিয়ে এই জনপ্রিয় মেসেজিং পরিষেবা কিনে নেয় ফেসবুক। কারণ, একসময় ফেসবুকের মেসেঞ্জার অ্যাপের সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছিল হোয়াটসঅ্যাও। চার বিলিয়ন ডলার নগদ, ১২ বিলিয়ন স্টক মার্কেটে ও ৩ বিলিয়ন ডলার রেস্ট্রিকটেড স্টকে বিনোয়োগ করা হয়।
  9. হোয়াটসঅ্যাপের সহ প্রতিষ্ঠাতা ব্রায়ান চাকরির জন্য আবেদন করেছিলেন ফেসবুক ও ট্যুইটারে-কিন্তু দুই সংস্থাই তাঁকে ফিরিয়ে দেয়।
  10. সংস্থার দাবি, প্রতিদিন তাদের গ্রাহক সংখ্যা বাড়ছে ১ মিলিয়ন করে।
  11. সবথেকে বড় কথা হল, তাদের ৭০ শতাংশ ইউজারই প্রতিদিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন।

0 comments:

Post a Comment