Wednesday, August 12, 2015

নিয়োগ বিজ্ঞপ্তি

 
রেসিডেন্সিয়াল ল্যাবরেটরী কলেজ
নিয়োগ বিজ্ঞপ্তি
নিকুঞ্জ-০২, খিলক্ষেত,ঢাকা-১২২৯।
ফোন নং- ০১৭৩৩-৩৬১০০০
 
এ, আর,এস ফাউন্ডশেন কর্তৃক পরিচালিত ঢাকা শিক্ষা বোর্ডের শীর্ষস্থানীয় কলেজগুলোর মধ্যে
অন্যতম রেসিডেন্সিয়াল ল্যাবরেটরী কলেজে নিম্ন বর্ণিত পদসমূহে শিক্ষক, কর্মচারী নিয়োগ দেয়া হবে।
বিষয় ও পদের
সংখ্যা
শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বয়স ও বেতন স্কেল
সহকারী অধ্যাপক 

(সকল বিষয়ে ১জন)
বিষয়: ইংরেজি,
রসায়ন, পদার্থ ও
জীববিজ্ঞান।
  • সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন হতে হবে। শিক্ষাগত যোগ্যতার কোনো পর্যায়ে ৩য় বিভাগ গ্রহণযোগ্য হবে না।
  • স্বনামধন্য কলেজে সংশ্লিষ্ট বিষয়ে ৮-১০ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।
  • বেতন কাঠামো: আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে।
প্রভাষক
বাংলা- ০৩,
ইংরেজি- ০৩,
পদার্থ বিজ্ঞান- ০২,
রসায়ন-০২,
জীববিজ্ঞান-০২,
পৌরনীতি- ০১,
অর্থনীতি- ০১,
যুক্তিবিদ্যা- ০১,
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি- ০২
  • সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী প্রভাষক পদের জন্য অনার্স ও মাস্টার্স যোগ্যতা সম্পন্ন হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে অনার্স ও মাস্টার্স যে কোন একটিতে ১ম শ্রেণীসহ স্নাতকোত্তর অথবা সমমান সম্পন্ন সিজিপিএ প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। ৩য় শ্রেণী প্রাপ্ত প্রার্থীদের আবেদন গ্রহণযোগ্য হবে না।
  • সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা ও নিবন্ধনধারীদের অগ্রাধিকার দেয়া হবে।
  • আবেদনপত্র/ নথি পর্যালোচনা করত: শুধুমাত্র সীমিত সংখ্যক প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য সুযোগ দেয়া হবে।
  • বেতন কাঠামো: সরকারি বিধি মোতাবেক।
হিসাবরক্ষক
  • ব্যবসায় শিক্ষায় নূন্যতম স্নাতক ডিগ্রী।
  • কম্পিউটার পরিচালনায় পারদর্শী।
  • ৩০/০৪/২০১৫ তারিখে বয়স অনুর্ধ্ব ৩০ বছর।
  • বেতন কাঠামো: সরকারি বিধি মোতাবেক।
কম্পিউটার অপারেটর
  • নূন্যতম এইচ.এস.সি. পাস।
  • MS Word, MS Excel, Adobe Illustrator, Photo Editing, Web Browsing, Web Development- এ দক্ষতা থাকতে হবে।
  • কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং/ ডাটা এন্ট্রি ও টাইপিং এর সর্বনিম্ন গতি বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দ হতে হবে।
  • অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
  • বেতন কাঠামো: সরকারি বিধি মোতাবেক।
অন্যান্য সুবিধা: সরকারি নিয়মে বাড়িভাড়া, চিকিৎসা, শিক্ষা সহায়ক ভাতা, কলেজের বিধি মোতাবেক শ্রেণী শিক্ষক ভাতা (শিক্ষকদের জন্য), মূল বেতনের ২৫% হারে নগর ভাতা (শিক্ষানবিশ পিরিয়ডে ১৫% এবং চাকুরী স্থায়ী হওয়া সাপেক্ষে অবশিষ্ট ১০% প্রযোজ্য হবে) এবং এ.আর.এস ফাউন্ডেশন কর্তৃক অন্যান্য সুবিধা প্রদান করা হবে। এছাড়া নিয়োগ স্থায়ী হওয়া সাপেক্ষে কলেজের বিধি মোতাবেক কন্ট্রিবিউটরী প্রভিডেন্ট ফান্ড এবং গ্রাচুইটি সুবিধা প্রদান করা হবে।
আবেদনের নিয়মাবলি ও নির্বাচনী পরীক্ষা: আগ্রহী র্প্রাথীগণকে দুই কপি ছবি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) বরাবর আবদেন পত্র আগামী ২৭/০৮/২০১৫ তারিখের মধ্যে জমা দিতে বলা হল। আবেদনপত্রে মোবাইল নম্বর ও ই-মেইলে ঠিকানা উল্লেখ করতে হবে । লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময় এসএমএস এর মাধ্যমে পরবর্তীতে জানানো হবে। পরীক্ষার সময় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদপত্র দেখাতে হবে।
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
রেসিডেন্সিয়াল ল্যাবরেটরী কলেজ

0 comments:

Post a Comment