মাঝ আকাশে পাইলটের মৃত্যু,
বিমান নামালেন নারী
......................................................
বিচিত্রর এই দুনিয়ায় ঘটে গেলো আরেক
বিচিত্র ঘটনা। গত রোববার নিজেদের
প্রাইভেট বিমানে চেপে মাঝ আকাশে
উড়ছিলেন এক স্প্যানিশ দম্পতি। বিমান
চালাচ্ছিলেন স্বামী। এর মধ্যেই মাঝ আকাশে
অজ্ঞান হয়ে গেলেন পাইলট।
এখন কি করবেন ওই নারী কিছুই বুঝে উঠতে
পারছিলেন না। কারাণ তিনি বিন্দুমাত্র জানতেন না
কীভাবে চালাতে হয় বিমান। নিজেকে তো
বাঁচাতে হবে, তাই চালকের আসনে বসলেন
তিনি। প্রায় দেড় ঘণ্টা বিমান চালিয়ে নেমে
এলেন মাটিতে!
ওই নারী জানান, স্বামী অজ্ঞান হতেই এক
বন্ধুকে ফোন করেন তিনি। সেই বন্ধুই
সঙ্গে সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলে
ফোন করলে সেখান থেকে ওই নারীর
সঙ্গে যোগাযোগ করা হয়।
প্রথমে ওই নারীকে সাহস দেয়া হয়, পরে
জানানো হয় কীভাবে বিমানটিকে চালিয়ে
নিচে নামাতে হবে। এই অবস্থায় পাশে অজ্ঞান
স্বামীকে নিয়ে বিমান চালান ওই নারী। তবে
দুর্ভাগ্য সেভিয়া বিমান বন্দরের রানওয়ে
ট্র্যাকে ঢোকার তিন কিলোমিটার আগে বিমানটি
ধ্বংস হয়ে যায়। ওই মহিলা আহত হলেও প্রাণে
বেঁচে যান। তবে মারা যান অজ্ঞান স্বামী।
অবশ্য চিকিৎসকরা বলছেন, বিমান দুর্ঘটনায় নয়,
মাঝ আকাশেই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির।
তবে ঠিক কোন কারণে তিনি মারা গেছেন তা
জানানো হয়নি।(collected)
বিমান নামালেন নারী
......................................................
বিচিত্রর এই দুনিয়ায় ঘটে গেলো আরেক
বিচিত্র ঘটনা। গত রোববার নিজেদের
প্রাইভেট বিমানে চেপে মাঝ আকাশে
উড়ছিলেন এক স্প্যানিশ দম্পতি। বিমান
চালাচ্ছিলেন স্বামী। এর মধ্যেই মাঝ আকাশে
অজ্ঞান হয়ে গেলেন পাইলট।
এখন কি করবেন ওই নারী কিছুই বুঝে উঠতে
পারছিলেন না। কারাণ তিনি বিন্দুমাত্র জানতেন না
কীভাবে চালাতে হয় বিমান। নিজেকে তো
বাঁচাতে হবে, তাই চালকের আসনে বসলেন
তিনি। প্রায় দেড় ঘণ্টা বিমান চালিয়ে নেমে
এলেন মাটিতে!
ওই নারী জানান, স্বামী অজ্ঞান হতেই এক
বন্ধুকে ফোন করেন তিনি। সেই বন্ধুই
সঙ্গে সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলে
ফোন করলে সেখান থেকে ওই নারীর
সঙ্গে যোগাযোগ করা হয়।
প্রথমে ওই নারীকে সাহস দেয়া হয়, পরে
জানানো হয় কীভাবে বিমানটিকে চালিয়ে
নিচে নামাতে হবে। এই অবস্থায় পাশে অজ্ঞান
স্বামীকে নিয়ে বিমান চালান ওই নারী। তবে
দুর্ভাগ্য সেভিয়া বিমান বন্দরের রানওয়ে
ট্র্যাকে ঢোকার তিন কিলোমিটার আগে বিমানটি
ধ্বংস হয়ে যায়। ওই মহিলা আহত হলেও প্রাণে
বেঁচে যান। তবে মারা যান অজ্ঞান স্বামী।
অবশ্য চিকিৎসকরা বলছেন, বিমান দুর্ঘটনায় নয়,
মাঝ আকাশেই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির।
তবে ঠিক কোন কারণে তিনি মারা গেছেন তা
জানানো হয়নি।(collected)
0 comments:
Post a Comment