যুগলবন্দি
পৃথিবীকে পাক দিচ্ছে চাঁদ। উল্টোদিক থেকে সেই চাঁদকে দেখল নাসার ডিপ স্পেস ক্লাইমেট অবজারভেটরি (ডিসভার) কৃত্রিম উপগ্রহ। পৃথিবীর পরিবেশ নিয়ে নানা তথ্য সংগ্রহ করে এই কৃত্রিম উপগ্রহটি। যে পথে সে ঘোরে তাতে বছরে মাত্র দু’বার চাঁদ ও পৃথিবীকে এক সঙ্গে দেখতে পায় সে। তেমনই একটি মুহূর্তের ছবি প্রকাশ করল নাসা। এই ছবি তোলার সময়ে চাঁদ রয়েছে উত্তর আমেরিকার কাছে ঠিক প্রশান্ত মহাসাগরের উপরে।
0 comments:
Post a Comment