Saturday, August 8, 2015

আবারও গাইলেন সালমান

আবারও গাইলেন সালমান

 একের পর এক সুপার হিট চলচ্চিত্র উপহার দিচ্ছেন সালমান খান। সর্বশেষ ‘বাজরঙ্গি ভাইজান’ চলচ্চিত্রের সাফল্যে বেশ খোশ মেজাজে আছেন সল্লু ভাই। সম্প্রতি নিজের প্রযোজিত ‘হিরো’ চলচ্চিত্রের টাইটেল ট্র্যাকে গলা মিলিয়েছেন সালমান খান। সম্প্রতি টুইটারে তিনি পোস্ট করেছেন ‘ম্যায় হিরো তেরা’ গানটিতে তাঁর কণ্ঠদানের মুহূর্তের একটি ভিডিও ক্লিপ। 
২৩ সেকেন্ডের এই ভিডিওতে সালমানকে একটি স্টুডিওতে রেকর্ডিংরত অবস্থায় দেখা গেছে। এর আগে ‘কিক’ এবং ‘ওয়ান্টেড’ চলচ্চিত্রে নিজের জন্য প্লেব্যাক করলেও এই প্রথম সালমান অন্য কোন অভিনেতার জন্য গান গাইলেন। সালমান খান ফিল্মস এবং সুভাষ ঘাইয়ের যৌথ প্রযোজনায় নির্মিত ‘হিরো’ চলচ্চিত্রটি ১৯৮৩ সালের জ্যাকি শ্রফ অভিনীত ব্লকবাস্টার চলচ্চিত্রের রিমেক। ‘হিরো’ চলচ্চিত্রে অভিনয় করছেন আদিত্য পাঞ্চোলির পুত্র সুরোজ পাঞ্চালী এবং সুনীল শেঠির কন্যা আথিয়া। আগামী সেপ্টেম্বরের শেষে মুক্তি পেতে পারে ‘হিরো’।

0 comments:

Post a Comment