আদনান সামি এখন ভারতের
পাকিস্তানি গায়ক আদনান সামিকে অবশেষে ভারতে থাকার অনুমতি দিল কেন্দ্রীয় সরকার। এরমানে যতদিন খুশি তিনি ভারতে থাকতে পারবেন, তাঁর ক্ষেত্রে ভারত থেকে বের করে দেওয়ার আইনি প্রক্রিয়া প্রয়োগ করা হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে।
তিনি এক বছর মেয়াদের ভিজিটর ভিসায় ২০০১ এর ১৩ মার্চ প্রথম ভারতে আসেন। বেশ কয়েকবার মেয়াদ বাড়ানো হয় সেই ভিসার। তবে তাঁর পাকিস্তানি পাসপোর্টের মেয়াদ ফুরিয়ে যায় গত ২৬ মে। কিন্তু পাক সরকার পাসপোর্ট নবায়ন করতে অস্বীকার করে। ফলে তিনি বাধ্য হয়ে ভারত সরকারের কাছে আবেদন জানান, মানবিকতার কারণে তাঁর এ দেশে থাকায় আইনিভাবে অনুমতি দেওয়া হোক।
অবশেষে ৪৬ বছর বয়সী এই পাকিস্তানি গায়ককে মানবিক কারণে তাঁকে ভারতে থাকার আইনি ছাড়পত্র দেওয়া হয়েছে। সেই আবেদন মঞ্জুর হয়েছে বলে লোকসভায় জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী কিরণ রিজিজু। অর্থাৎ তিনি অনির্দিষ্টকালের জন্য এ দেশে থাকতে পারবেন। রিজিজু জানিয়েছেন, বিদেশি আইনের ধারা তিনের আওতায় ভারত থেকে বের করে দেওয়ার প্রক্রিয়া থেকে রেহাই দেওয়া হল আদনানকে।
0 comments:
Post a Comment