বহুল প্রতীক্ষিত অষ্টম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন
সরকারি কর্মকর্তা কর্মচারিদের বহুল প্রতীক্ষিত জাতীয় অষ্টম পে-স্কেলের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে নতুন পে-স্কেল অনুমোদন দেওয়া হয়।
গত ১ জুলাই থেকে এটি কার্যকর হিসেবে ধরা হবে।
এর আগে বৈঠকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন জাতীয় বেতন স্কেলের প্রস্তাব উপস্থাপন করা হয়। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবরা। সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন জাতীয় বেতন স্কেলসহ অন্যান্য আলোচিত বিষয় নিয়ে বিস্তারিত জানানো হবে।
এর আগে গত মাসে সাংবাদিকদের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছিলেন, সেপ্টেম্বরের শুরুতে মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের জন্য সরকারি কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন বেতন কাঠামো উঠবে। অর্থমন্ত্রী জানান, নতুন বেতন কাঠামোর সঙ্গে সরকারি কর্মচারীদের দাবি অনুযায়ী সিলেকশন গ্রেড ও টাইমস্কেলের বিষয়টিও বিবেচনা করা হতে পারে।
0 comments:
Post a Comment