Thursday, August 13, 2015

অটো আপডেট বন্ধের উপায়

উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমেও নতুন কোনো আপডেট আসলে তা আগের সংস্করণগুলোর মতো স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে। সংযোগ যদি কম ডেটার প্যাকেজ দিয়ে ইন্টারনেট নিয়ে থাকেন তাহলে ঝামেলায় পড়তে হয় ইন্টারনেট ব্যবহারকারীকে। আপডেটে বড় ধরনের ডেটা খরচ হওয়ার কারণে মাস শেষ হওয়ার আগেই প্যাকেজ ফুরিয়ে যেতে পারে।
windows10_ecitizenনতুন উইন্ডোজ ১০ ব্যবহারকারীরা অনেকেই এ সমস্যায় পড়তে পারেন। এ সমস্যা কিভাবে এড়ানো যায় তা এ টিউটোরিয়ালে তুলে ধরা হলো।
প্রথমে নোটিফিকেশন বা স্টার্ট মেন্যু থেকে ‘all settings’-এ যেতে হবে।
এরপর ‘update & security’ অপশনে যেতে হবে।
যেখানে থেকে ‘windows update’-এ গিয়ে Advanced options-এ যেতে হবে।
তারপর সেখান থেকে ‘choose how updates are installed’ অপশন থেকে ‘notify to schedule restart’ অপশনটি নির্বাচন করে দিতে হবে।
তাহলে উইন্ডোজ ১০-এ স্বয়ংক্রিয় আপডেট বন্ধ হবে। প্রতিবার আপডেট হওয়ার আগে নোটিফিকেশন আসবে।(collection)

0 comments:

Post a Comment