Friday, August 21, 2015

হকিংয়ের কথা বলার কৌশল প্রকাশ করলো ইন্টেল

হকিংয়ের কথা বলার কৌশল প্রকাশ করলো ইন্টেল
প্রফেসর স্টিফেন হকিংস যে সফটওয়্যারের সাহায্য নিয়ে কম্পিউটারের মাধ্যমে কথা বলেন ওই সফটওয়্যার অনলাইনে প্রকাশ করেছে প্রযুক্তি কোম্পানি ইন্টেল।
ইন্টেল সফটওয়্যারটি বিশেষভাবে স্টিফেন হকিংয়ের জন্য তৈরি করে। কিন্তু এই সফটওয়্যার মোটর নিউরন ডিজিজ (এমএনডি) আক্রান্তরা অনেক আগ থেকেই ব্যবহার করে আসছেন।
সফটওয়্যারটি দৃশ্য সংকেতকে শব্দে রূপান্তরিত করে থাকে যা বিশেষ যন্ত্রের মাধ্যমে মৌখিক ভাষার রূপ লাভ করে।
এটি অনলাইনে প্রকাশ করায় যে কেউ এখন তা ডাউনলোড করে মাইক্রোসফট উইন্ডোজ ৭ -এ ব্যবহার করতে পারবেন।(Collected) 

0 comments:

Post a Comment