Wednesday, August 26, 2015

ব্ল্যাকহোল থেকেও মুক্তির উপায় আছে


ব্ল্যাকহোল কিংবা কৃষ্ণ গহ্বরে কোনো কিছু পড়লে তা চিরতরে হারিয়ে যায়। এতদিন এমনটাই ধারণা করা হতো। কিন্তু পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিংয়ের মতে কৃষ্ণ গহ্বর থেকে কোনো কিছু হারায় না। এমনকি কৃষ্ণ গহ্বর থেকে বের হওয়ার উপায়ও আছে। 
গতকাল স্টিফেন হকিং সুইডেনের স্টকহোমে কেটিএইচ রয়েল ইনস্টিটিউট অব টেকনোলজির আয়োজনে এক বক্তৃতায় এসব কথা বলেন।
স্টিফেন বলেন, ‘আপনি যদি মনে করেন আপনি ব্ল্যাক হোলে পড়ে আছেন। যেখান থেকে বের হওয়ার কোনো উপায় নেই। কিন্তু না, ব্ল্যাক হোল থেকেও বের হওয়ার উপায় আছে।’
ধারণা করা হয়, ব্ল্যাকহোল মহাকাশের এমন একটা অঞ্চল যেখানকার মাধ্যাকর্ষণ শক্তি খুবই শক্তিশালী। ফলে এখানে কিছু পড়লে সেটার ভেতরকার মাধ্যাকর্ষণ শক্তি বস্তুকে ভেতরের দিকে টেনে নিয়ে যায়। এমনকি ব্ল্যাকহোলের মাধ্যাকষর্ণ বলয় ভেদ করে আলোও বের হতে পারে না। এখানে যা কি কিছু পড়ে তা নিমিষেই হারিয়ে যায়।
গত ৪০ বছর ধরে পদার্থবিজ্ঞানীরা মহাকাশের এই ব্ল্যাকহোলের রহস্যভেদে কোনো কূলকিনারা খুঁজে পাননি। পদার্থবিদদের ধারণা ব্ল্যাকহোলে কোনো তথ্য হারিয়ে গেলে তা আর খুঁজে পাওয়া যায় না।
কিন্তু কোয়ান্টাম মেকানিক্সের সূত্র অনুযায়ী, এই তথ্য কেনো ভাবেই ধ্বংস হতে পারে না। কিন্তু সাধারণ আপেক্ষিকতা বলছে ব্ল্যাকহোলে পতিত তথ্য ধ্বংস হয়ে যায়।

অন্যদিকে হকিন্স বলছেন, এই তথ্য কোনো ভাবেই ব্ল্যাকহোলে হারিয়ে যেতে পারে না। তথ্য ঠিকই ব্ল্যাকহোলের সীমানা কিংবা ঘটনা দিগন্তে সংরক্ষিত থাকে।
ঘটনা দিগন্ত হলো ব্ল্যাকহোলের গোলক। যেটার খপ্পর থেকে কেনো কিছুই কোনো কিছু বের হওয়া অসম্ভব।
এদিকে স্টিফেন হকিংয়ের ভাষ্য,  যেসব তথ্য ব্ল্যাকহোলে পড়েছে সেগুলো প্রাথমিক অবস্থায় রয়েছে। তাই এটা কখনোই প্রাথমিক অবস্থায় তার সংরক্ষিত  তথ্য ধ্বংস করবে না।
বক্তৃতায় স্টিফেন এও বলেন, ‘ ব্ল্যাকহোল আদতে ব্ল্যাক নয়। এটি কোনো কারাগারও নয়। এখান থেকে যেকোনো কিছু বের হয়ে হতে পারে। সম্ভবত এসব বস্তু ব্ল্যাকহোল থেকে বের হয়ে অন্য কোনো বিশ্বে চলে যায়।’
যদিও গত বছর স্টিফেন হকিংস বলেছিলেন ব্ল্যাকহোল বলতে কিছু নেই। তার নতুন বক্তৃতা নতুন ধারণার জন্ম দিলেও ব্ল্যাকহোলের রহস্য থেকেই গেলে।
r.f: বাংলামেইল

> মাঝ আকাশে পাইলটের মৃত্যু, বিমান নামালেন নারী

মাঝ আকাশে পাইলটের মৃত্যু,
বিমান নামালেন নারী
......................................................
বিচিত্রর এই দুনিয়ায় ঘটে গেলো আরেক
বিচিত্র ঘটনা। গত রোববার নিজেদের
প্রাইভেট বিমানে চেপে মাঝ আকাশে
উড়ছিলেন এক স্প্যানিশ দম্পতি। বিমান
চালাচ্ছিলেন স্বামী। এর মধ্যেই মাঝ আকাশে
অজ্ঞান হয়ে গেলেন পাইলট।
এখন কি করবেন ওই নারী কিছুই বুঝে উঠতে
পারছিলেন না। কারাণ তিনি বিন্দুমাত্র জানতেন না
কীভাবে চালাতে হয় বিমান। নিজেকে তো
বাঁচাতে হবে, তাই চালকের আসনে বসলেন
তিনি। প্রায় দেড় ঘণ্টা বিমান চালিয়ে নেমে
এলেন মাটিতে!
ওই নারী জানান, স্বামী অজ্ঞান হতেই এক
বন্ধুকে ফোন করেন তিনি। সেই বন্ধুই
সঙ্গে সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলে
ফোন করলে সেখান থেকে ওই নারীর
সঙ্গে যোগাযোগ করা হয়।
প্রথমে ওই নারীকে সাহস দেয়া হয়, পরে
জানানো হয় কীভাবে বিমানটিকে চালিয়ে
নিচে নামাতে হবে। এই অবস্থায় পাশে অজ্ঞান
স্বামীকে নিয়ে বিমান চালান ওই নারী। তবে
দুর্ভাগ্য সেভিয়া বিমান বন্দরের রানওয়ে
ট্র্যাকে ঢোকার তিন কিলোমিটার আগে বিমানটি
ধ্বংস হয়ে যায়। ওই মহিলা আহত হলেও প্রাণে
বেঁচে যান। তবে মারা যান অজ্ঞান স্বামী।
অবশ্য চিকিৎসকরা বলছেন, বিমান দুর্ঘটনায় নয়,
মাঝ আকাশেই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির।
তবে ঠিক কোন কারণে তিনি মারা গেছেন তা
জানানো হয়নি।(collected) 

Tuesday, August 25, 2015

সেই মোনালিসা এখন রেস্টুরেন্ট শ্রমিক!

সেই মোনালিসা এখন রেস্টুরেন্ট শ্রমিক!

বিনোদন ডেস্ক : যার গালে টোল পড়া হাসি। যে হাসিতে মোহিত হতো অনেকেই। অভিনয় আর নৃত্যতেও যার জুড়ি ছিলো না। বাংলাদেশের শোবিজ জগতে অালোচিত সেই মডেল অভিনেত্রী ও নৃত্যশিল্পী মোনালিসা। বর্তমানে তিনি আছেন আমেরিকাতে। বিয়ের পর থেকেই তিনি সেখানে আছেন। কিন্তু আলোচিত এই মডেল সেখানে কেমন আছেন?

ভালো নেই। শোবিজ ছেড়ে বিবাহিত জীবন নিয়ে পুরোপুরি সংসারিই হতে চেয়েছিলেন তিনি। কিন্তু সেটা আর হয়ে উঠেনি তার। তাই তো টিকে থাকার জন্য প্রতিটি মুহুর্তে যুদ্ধ করতে হচ্ছে তাকে। তার এই যুদ্ধ আমেরিকায় স্থায়ী হতে। আর জীবিকার তাগিদে কাজ করতে হচ্ছে রেস্টুরেন্টে।

২০১২ সালের জুনে আমেরিকা প্রবাসী ফাইয়াজ শরীফের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মোনালিসা। একই বছরের ম্যাজিক ডে ১২.১২.১২ তে ঢাকার একটি রেস্টুরেন্টে মোনালিসা ও ফাইয়াজের বিবাবহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সেখানে উভয় পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন। একেবারে হুট করেই পারিবারিকভাবে তাদের বিয়ের সিদ্ধান্তটি নেওয়া হয়।

ভালোই চলছিলো তার নতুন জীবন নতুন সংসার। কয়েক মাস যেতে না যেতেই খবর আসে যে স্বামীর সংসারে থাকছেন না তিনি। স্বামীর সঙ্গে বিচ্ছেদেরও একটি খবর রটে। এরপর থেকে মোনা নিজের মত করে আলাদা হয়ে যান।

আমেরিকার মত দেশে নিজেকে টিকিয়ে রাখতে শুরু হয় তার নতুন জীবন যুদ্ধ। শোনা যায় স্বামীর নামে একটি মামলা করেছেন তিনি। এই মামলায় জিতে গেলে আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করার সুযোগ পাবেন এই অভিনেত্রী।

শুধু তাই নয়, নিজেকে টিকিয়ে রাখতে রেস্টুরেন্টে কাজ করা থেকে শুরু করে অনেক কিছুই করতে হয়েছে তাকে। এখনও তিনি সংগ্রাম করে যাচ্ছেন। শত কষ্টের মাঝেও হাসি আনন্দে নিজের অতিত ভুলে থাকেন মোনা।

বাংলাদেশে তিনি সর্বশেষ সাগর জাহানের ‘সিকান্দার বক্স এখন মডেল’ নাটকে অভিনয় করেছিলেন। নাটকটিতে তার সহশিল্পী ছিলেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।
R.F: এমটিনিউজ২৪

MegaBots


Finally, there's a crowdfunding campaign for people who want to watch giant robots fight to the death.
MegaBots Inc. — a Boston-based company that builds huge, human-operated, fighting robots — launched a Kickstarter campaign today (Aug. 19) to raise money to develop a huge, gun-toting robot, in preparation for an upcoming "duel" with a similar "battle bot" from Japan.
The campaign has already drawn in nearly $200,000 of the requested $500,000, and robot fans have until Sept. 18 to contribute funds. [See photos of MegaBots' massive "battle bot"]
In June, the MegaBots team took to YouTube to challenge its one and only competitor, Suidobashi Heavy Industry of Japan, to a robot duel. Suidobashi's founder, Kogoro Kurata,accepted the challenge a week later, but with one condition: He wanted the duel to be a "melee." In other words, the bots aren't just going to stand across a field from each other and shoot paintballs; they'll go to head-to-head, fist-to-fist, toe-to-toe and all that good stuff.
But why does MegaBots, the proud creator of a very large combat robot, need to raise money for this robot duel? Well, the company's robot, the Mark II (Mk. II), just isn't ready for the perils of hand-to-hand combat, the MegaBots team said in a statement.
The 15-foot-tall (4.6 meters) manually piloted Mk. II lumbers around and shoots supersize paintballs, but it has a hard time staying balanced, and it needs to be more powerful and quicker on its feet if it's going to win any fistfights.
"The upgraded Mk. II will be the definition of an American robot," Gui Cavalcanti, CEO and co-founder of MegaBots, said in the company's Kickstarter video. "She'll be five times faster and powerful, self-balancing and armored for hand-to-hand combat."
The first $500,000 raised through the Kickstarter campaign will go toward all of the improvements that Cavalcanti mentioned, but MegaBots doesn't intend to stop there. If the company can collect an additional $250,000, it will update Mk. II's weapons system, making the bot's arm guns more impressive (and more patriotic) with the addition of a boxing glove, a Statue of Liberty-esque torch and what appears to be a flamethrower.
You may think these upgrades would be enough for Mk. II to take out the competition — a 12-foot-tall (3.7 m), 9,000-lb. (4,000 kilograms), BB-gun-carrying robot named Kuratas. But why stop there? If MegaBots can raise $1 million, the company says it will enlist the services of IHMC Robotics (the organization that placed second in this year's DARPA Robotics Challenge) to build a custom balance systemfor Mk. II.
And if robot enthusiasts donate another $250,000 (bringing the total amount to $1.25 million), MegaBots will call NASA, company representatives said. Specifically, MegaBots will ask the space agency to design a pilot safety system for the Mk. II that will keep the person inside the machine safe throughout the melee. And one more thing: If the campaign raises $1.5 million, MegaBots plans to hire a Hollywood design firm to give the bot a makeover. Fonco Creative Services, the group behind the good-looking bots in films like "Star Wars" and "The Terminator," will transform Mk. II into a glamorous fighting machine.
"This Kickstarter campaign is historic because it's the first time a new sport will be launched with the power of the crowd," MegaBots co-founder Brinkley Warren said in a statement. "People love giant robots!"
But for now, robot enthusiasts everywhere will have to sit back and wait to see if their counterparts around the world love giant fighting robots enough to throw their hard-earned cash into the melee. More information, including how to donate money, can be found on MegaBots' Kickstarter page.
R.F...LIVE SCIENCE. 

৭টি বাজে অভ্যাসের কারণে আপনার চুল পড়ছে


এক্সক্লুসিভ ডেস্ক: ইদানিংকালে চুল পড়াটা যেন নিয়মে দাঁড়িয়েছে। ছেলে মেয়ে উভয়ই এই সমস্যায় ভোগে। চুলপড়া সমস্যা নিয়ে বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিন আমাদের খাদ্যদ্রব্য থেকে শুরু করে জীবন স্টাইলের অন্তর্ভুক্ত এমন কিছু বিষয় রয়েছে যার ফলে আমাদের চুল পড়ার সমস্যা তৈরি হয়। এদের মধ্যে রয়েছে-

১। গরম পানি দিয়ে গোসল :
আমরা অনেকেই গরম পানি দিয়ে গোসল করে থাকি। এর ফলে ত্বকের শুষ্কতা বেড়ে যায়, ত্বক রুক্ষ্ম হয়ে যায়।

এছাড়া গরম পানি চুলেরও বিভিন্ন ধরনের ক্ষতি করে থাকে যেমন চুল রুক্ষ্ম হয়ে যাওয়া, চুলের আগা ফাটা, চুল ভেঙ্গে পড়ে যাওয়া এমনকি চুল পড়া। তাই গরম পানি দিয়ে গোসলের অভ্যাসটি চুলের জন্য ক্ষতিকর।

২। হিট স্ট্রেইটনার ব্যবহার :
স্ট্রেইটনার মূলত চুলকে হিট দিয়ে সোজা করতে বা কোঁকড়ানো করতে সহায়তা করে। কিন্তু চুল হিট করার যেকোনো উপকরণই চুলের জন্য ক্ষতিকর। এতে মাথার ত্বকের প্রোটিনের হেরফের হয়, যার ফলে চুলের গোড়া নরম হয়ে চুল পড়ে যায়।

৩। চুলে ব্যবহার্য বিভিন্ন প্রসাধন সামগ্রী :
চুলকে ঝলমলে আর প্রাণবন্ত করতে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের প্রসাধন সামগ্রী যা আসলে চুলের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কেননা এগুলো সম্পূর্ণভাবে বিভিন্ন রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি যা চুলের গোঁড়া নরম করতে সহায়তা করে। আর এর ফলে চুল পড়া সমস্যা তৈরি হয়।

৪। চুলের ময়লা পরিস্কার না করার অভ্যাস :
চুল পড়ার জন্য এটি খুব বড় একটি কারণ। আমরা অনেক সময় বাইরে ধুলাবালি থেকে এসে চুল পরিস্কার করি না। যার ফলে চুলে জমা হওয়া বিভিন্ন ময়লা চুলের গোঁড়াকে নরম করে তোলে। এর ফলেও চুল পড়ে।

৫। রোদে চুল শুকানো :
সূর্যের রশ্মিতে থাকা অতি বেগুনি রশ্মি চুলের জন্য ক্ষতিকর। এর ফলে চুল অনেক বেশি রুক্ষ্ম হয়ে যায় এবং চুল পড়ার সমস্যা তৈরি হয়।

৬। ঔষধ সেবনের অভ্যাস :
কিছু কিছু ওষুধ খাওয়ার ফলে চুল পড়ার সমস্যা তৈরি হয়। যেমন স্টায়াটিন, অ্যান্টি-ডিপ্রেজেন্টস, অ্যান্টি-অ্যানাক্সাইটি এজেন্টস, অ্যান্টি-হাইপারটেনসিভ জাতীয় ঔষধ সেবনে হরমোনের ভারসাম্যের পরিবর্তন হয়ে থাকে। যার ফলে চুল পড়ার সমস্যা তৈরি হয়ে থাকে।

৭। ভেজা চুল বেঁধে ফেলা :
চুল ভিজিয়ে গোসল করার পরে নিয়ম হল চুল খোলা রেখে ভালো করে শুকিয়ে নেয়া। কিন্তু অনেকেরই একটি বাজে অভ্যাস রয়েছে যে ভেজা চুল বেঁধে রাখা যা চুলের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এতে চুলের গোড়া নরম হয়ে যায় যার ফলে চুল পড়ার সমস্যা তৈরি হয়।
(Collected) 

Sunday, August 23, 2015

GRAMEENPHONE UNNECESSARY SERVICE STOP CODE


Grameenphone Unnecessary Service Stop Code: I think you have to face so much problem for this survice. That because i gave all the Unnecessary Service Stop Code. Get this codes and solv Unnecessary problems.
HOW TO STOP UNNECESSARY SERVICE
  • Grameenphone All Service Stop :
    type “Stop all” and send 2332
  • Grameenphone Welcome tune :
    Type “Stop” and send to 4000
  • Grameenphone Internet off :
    *500*40#
  • Grameenphone Facebook:
    Type “Stop” and send to 32665
  • Grameenphone Facebook USSD : 

    dial *325*22#
  • Grameenphone Mobile Twitting :
    Type “Stop” and send to 9594
  • Grameenphone Call Block :
    Type “StopCB” and send to 5678
  • Grameenphone Missed Call Alert :
    Write “STOPMCA” and send to 6222
  • Grameenphone Missed Call Alert :
    Write “STOPMCA” and send to 6222
  • Grameenphone Sports service :
    Type “STOPSN” and SMS to 2002.
  • Grameenphone Cricket service :
    type “STOPCR” and SMS to 2002.
  • Grameenphone Mobile Backup :
    Write “StopMB” and send to 6000
  • Grameenphone Buddy Tracker :
    Type “Stop” and send to 3020
  • Grameenphone Music News :
    Type “Stop BD ” and send to 4001
  • Grameenphone Voice Chat:
    dial 2828 and press 8
  • Grameenphone Entertainment Box :
    Type “Stop” and send to 1234
  • Grameenphone Ebill :
    type “Ebill cancel” and send to 2000
  • Grameenphone Job News :
    type “STOPJOBCATEGORY” to 3003
  • Grameenphone Namaz timings:
    SMS “STOP N” to 2200
  • Grameenphone Hadith sharif :
    SMS “STOP H” to 2200
  • Grameenphone Voice Mail Service :
    Dial- ##62# or ##67# or ##61# or ##21#
  • (collected) 

৩টি খাবার আপনার লিভারকে পরিষ্কার রাখবে


এক্সক্লুসিভ ডেস্ক: লিভার মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অঙ্গ এবং একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির লিভারের ওজন ৩ পাউন্ড। দেহের এই লিভার অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজের সাথে জড়িত। যেমন- হজম শক্তি, মেটবলিজম, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দেহে পুষ্টি যোগানো ইত্যাদি। সুস্থ লিভার দেহের রক্ত প্রবাহ নিয়ন্ত্রন করে, রক্ত থেকে ক্ষতিকর টক্সিন বের করে দেয়, দেহের সকল অংশে পুষ্টি যোগায়। এছাড়াও লিভার ভিটামিন, আয়রন এবং সাধারণ সুগার গ্লুকোজ সংরক্ষন করে।

যেহেতু লিভার আমাদের দেহের গুরুত্বপূর্ণ একটি অংশ তাই যে কোন উপায়ে একে সুস্থ সবল রাখতে হবে। অস্বাস্থ্যকর জীবন যাপন দেহের লিভারের ওপর খারাপ প্রভাব ফেলে। ওজন বৃদ্ধি, হৃদরোগ, দীর্ঘ সময় ক্লান্তি অনুভব করা, হজমের সমস্যা, এলার্জি ইত্যাদি এই সমস্ত অসুখ দেখা দিতে পারে অসুস্থ লিভারের কারণে। তাই দেহ ও লিভার সুস্থ রাখার জন্য চিনে নিন এমন কিছু খাবার আছে যা সুস্থ রাখবে আপনাকে।

রসুন
লিভার পরিষ্কার রাখার জন্য উত্তম খাবার হল রসুন। রসুনের এনজাইম লিভারের ক্ষতিকর টক্সিক উপাদান পরিষ্কার করে। এতে আছে আছে আরও দুটি উপাদান যার নাম এলিসিন এবং সেলেনিয়াম যা লিভার পরিষ্কার রাখে এবং ক্ষতিকর টক্সিক উপাদান হতে রক্ষা করে।

১। প্রতিদিন যে কোন সময় ২/৩ টি রসুনের কোয়া খেয়ে নিন।

২। আপনি চাইলে ডাক্তারের পরামর্শ নিয়ে রসুন দিয়ে তৈরি ভিটামিনও খেতে পারেন।

লেবু
লেবুর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান দেহের লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে এবং ডি লিমনেন উপাদান লিভারে এনজাইম সক্রিয় করে। তাছাড়া লেবুর ভিটামিন সি লিভারে বেশি করে এনজাইম তৈরি করে যা হজম শক্তির জন্য উপযোগী। লেবুর মিনারেল লিভারের নানান পুষ্টি উপাদানগুলো শোষণ করার শক্তি বৃদ্ধি করে। বাসায় লেবুপানি পান করুন এবং যেকোন সময় পানের জন্য লেবুপানি বানিয়ে রাখুন। প্রতিদিন লেবুপানি পান করুন, চাইলে মধুও মিশিয়ে নিতে পারেন।

আপেল
প্রতিদিন ১ টি করে আপেল খেলে তা লিভারকে সুস্থ রাখে। আপেলের পেক্টিন, ফাইবার দেহের পরিপাক নালী হতে টক্সিন ও রক্ত হতে কোলেস্টরোল দূর করে এবং সাথে সাথে লিভারকেও সুস্থ রাখে। আপেলে আছে আরও কিছু উপাদান- ম্যালিক এসিড যা প্রাকৃতিক ভাবেই রক্ত হতে ক্ষতিকর টক্সিন দূর করে। যেকোন ধরণের আপেলই দেহের লিভারের জন্য ভালো। তাই লিভার সুস্থ রাখতে প্রতিদিন ১ টি করে আপেল খান।(Collected) 

Free International Text Message Service

http://www.afreesms.com/freesms/

Free International Text Message Service
Text Message anyone worldwide FREE with International SMS Messaging from aFreeSms.com with No Registration. Send FREE SMS text message instantly with our incredibly fast SMS Service. The world best and fastest text messaging site online!
  • International Relations
  •  
  • International jobs for americans
  •  
  • Free sms text message
Country:  
Mobile Number:  
+  Help?
Enter the mobile number destination you want to send. International format (without the leading zero).
Message:  
 Characters left. We support different SMS languages.
Sender ID:   countrycode + your Mobile Number
Verification Code:    Reload the image
  • International text messaging
  •  
  • Medical missions international
  •  
  • Auto parts international